Saturday, June 21, 2014

আউটসোর্সিং এর ধারনা

কম্পিউটার অপারেট করতে পারেন বা আইটি সম্পর্কে মোটামুটি ধারনা রাখেন তাদের মধ্যে আউটসোর্সিং সম্পর্কে জনেননা এমন ব্যাক্তির সংখ্যা নেই বল্লেই চলে। এর প্রধান কারন হলো আউটসোর্সি হলো ইন্টারনেটের মাধ্যমে নিজের স্বাধীন ভাবে যে কোন স্থানে সুবিধা মত কাজ করা যায় এবং পারিশ্রমিক ও ভাল পাওয়া যায় । তবে একটি কথা মনে রখতে হবে যে, আমাদের দেশে যেমন কোন প্রতিষ্ঠানে চাকুরী করতে হলে কিছু যোগ্যতা থাকতে হয়, নিজের বিশ্বস্ততা এবং কাজের অভিজ্ঞতা উপস্থাপন করতে হয়, ইন্টারভউ দিতে হয় ইত্যাদি কাজ করতে হয়। ঠিক তেমনি করে অনলাইনের মাধ্যমে আয় করতে এসকল যোগ্যতা সমূহ রপ্ত করার চেষ্টা করা উচিত। তবে এখনে কিছু কিছু ক্ষেত্রে অন্য কোন অভিজ্ঞ ব্যাক্তির সহায়তা নেওয়া যেতে পারে, যে এসকল বিষয়ে ভাল জানেন।এখন শুধু বেসরকারি প্রতিষ্ঠানই এবং গনমাধ্যম গুলোই (পত্রিকা, টিভি) আউটসোর্সিং এর জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছেনা বরং সরকারি প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন সেমিনার, পাঠ্যপুস্তক, টিভি চ্যানেল, ওয়েবসাইট ইত্যাদি পদক্ষেপ গ্রহন করে করে যাচ্ছে । যা আমরা বিভিন্ন পত্র-পত্রিকা, টিভি চ্যানেল এবং বিভিন্ন ওয়েব সাইট গুলোতে দেখতে পাই।
আমি আমার এই ব্লগটিকে প্রশ্ন-উত্তরের মাধ্যমে ধারাবাহিক ভাবে সাজানোর চেস্টা করেছি, যাতে করে অন্যন্য প্রতিষ্ঠানের মত করে আমাদের দেশের আইটি জনশক্তিকে আন্তর্জাতিক আউটসোর্সি এর প্রতিযোগিতায় সামনের সারির স্থানে পৌছে দিতে কিছুটা পরিমান হলেও সহায়ক ভূমিক রাখতে পারে। আর উক্ত ব্লগের  বিষয় সমূহকে সকল স্তরের পাঠকদের বুঝানো জন্য সহজ ভাষাটি ব্যাবহার করার চেষ্টা করেছি। 

0 comments:

Post a Comment