Home »
» আউটসোর্সিং কাজ করতে কেমন যোগ্যতার প্রয়োজন হবে ?
যেহেতু আউটসোর্সিং এর কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়, তাই কম্পিউটার মোটামুটি চালাতে জানলেই আপনি আউটসোর্সিং এর কাজ করতে পারবেন। এছাড়াও আউটসোর্সিং করতে হলে বায়ারদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে হয় টেক্সচ্যাট / মেইল ইত্যাদির মাধ্যমে। যেহেতু বয়াররা বিদেশী হয়ে থাকেন এজন্য তাদের সাথে ইংরেজী ভাষার মাধ্যমে যোগাযোগ করতে হয়। তবে সাধারনত বায়াররা ফিল্যান্সারদের সকলের সুবিধার্ধে সহজ ভাবে ইংরেজী ভাষা ব্যাবহার করে থাকেন। তাই আপনার ইংরেজী ভাষা সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকলেই আপনি আউটসোর্সিং এর কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনি যত বেশী দক্ষ হবেন আপনি সুবিধাও ততবেশী পাবেন।
ReplyDeleteI enjoyed reading your article. Please make more interesting topics like this on.
I'll come back for more :)
You can hire outsourcing services for only £2.99 per hour from the Best Software Company in the World