Sunday, June 29, 2014

আউটসোর্সিং এর মাধ্যমে কি কি কাজ করা যায়?


আউটসোর্সিং এর কাজের ধরনের কোন সিমাবদ্ভতা নেই। এখানে বায়ারগন তাদের ইচ্ছামত বিভিন্ন প্রকার কাজের প্রস্তাব দিয়ে থাকেন। যে কাজটি আমাদের পছন্দ হবে সেটি আমরা চিহ্নিত করে ইচ্ছা প্রকাশ করলে, বায়ার মনে করলে কাজটি করতে দিতে পারেন। আমরা বায়ারের প্রয়োজনীয় নির্দেশ অনুযায়ী কাজ গুলো করে দিব। তবে সাধারন ভাবে যে সকল কাজ আউটসোর্সিং এর জন্য হয়ে থাকে তার একটি তালিকা নিম্নে দেওয়া হলোঃ-

01)ওয়েব ডেভেলপমেন্ট
01.ক) ওয়েব ডিজাইন
01.খ) ওয়েব প্রোগ্রামিং
01.গ) ইকমার্স
01.ঘ) ইউজার ইন্টারফেস ডিজাইন
01.ঙ) ওয়েবসাইট কিউএ
01.চ) ওয়েবসাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট
01.ছ) ইত্যাদি।

02)সফট্ওয়ার ডেভেলপমেন্ট
02.ক) ডেস্কটপ অ্যাপ্লিকেশন
02.খ) গেম ডেভেলপমেন্ট
02.গ) স্ক্রিপ্ট ও ইউটিলিটি
02.ঘ) সফট্ওয়্যার প্লাগ-ইন্স
02.ঙ) মোবাইল অ্যাপস
02.চ) অ্যাপ্লিকেশন ইন্টারফেস ডিজাইন
02.ছ) সফট্ওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট
02.জ) সফট্ওয়্যার কউএ
02.ঝ) ভিওআইপি
02.ঞ) ইত্যাদি।

03) নেট্ওয়ার্কিং এবং ইনফরমেশন সিস্টেম
03.ক) নেট্ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন
03.খ) ডিবিএ – ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন
03.গ) সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন
03.ঘ) ইআরপি/সআরএম ইমপ্লিমেন্টেশন
03.ঙ) ইত্যাদি।

04) রাইটিং ও ট্রান্সলেশন
04.ক) টেকনিক্যাল রাইটিং
04.খ) ওয়েবসাইট কনটেন্ট
04.গ) ব্লগ ও আর্টিকেল রাইটিং
04.ঙ) কপিরাইটিং
04.চ) ট্রান্সলেশন
04.ছ) ক্রিয়েটিভ রাইটিং
04.জ) ইত্যাদি।
05) অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট
05.ক) ডেটা এন্ট্রি
05.খ) পার্সোনাল অ্যাসিসমেন্ট
05.গ) ওয়েব রিসার্চ
05.ঘ) ইমেইল রেসপন্স হ্যান্ডেলিং
05.ঙ) ট্রান্সক্রিপশন
05.চ) ইত্যাদি।

06) ডিজাইন এবং মাল্টিমিডিয়া
06.ক) গ্রাফিক্স ডিজাইন
06.খ) লোগো ডিজাইন
06.গ) ইলাস্ট্রেশন
06.ঘ) প্রিন্ট ডিজাইন
06.ঙ) থ্রিডি মডেলিং ও ক্যাড
06.চ) অডিও প্রোডাকশন
06.ছ) ভয়েস ট্যালেন্ট
06.জ) অ্যানিমেশন
06.ঝ) প্রেজেন্টেশন
06.ঞ) ইজ্ঞিনিয়ারিং ও টেকনিক্যাল ডিজাইন
06.ট) ইত্যাদি

07) সেলস এবং মার্কেটিং
07.ক) অ্যাডভার্টাইজিং
07.খ) ইমেইল মার্কেটিং
07.গ) সার্চ্ ইন্জিন অপটিমাইজেশন – এস.ই.ও
07.ঘ) সার্চ্ ইন্জিন মার্কেটিং – এস.ই.এম
07.ঙ) সোশ্যাল মিডিয়া মার্কেটিং – এস.এম.এম
07.চ) পাবলিক রিলেশন্স – পিআর.
07.ছ) টেলিমার্কেটিং এবং টেলিসেলস
07.জ) বিজনেস প্যান ও মার্কেটিং স্ট্র্যাটেজি
07.ঝ) মার্কেটিং রিসার্চ্ এবং সার্ভে
07.ঞ) সেলস ও লিড জেনারেশন
07.ট) ইত্যাদি।
08) কাস্টমার সার্ভিস
08.ক) কাস্টোমার সার্ভিস ও সাপোর্ট্
08.খ) টেকনিক্যাল সাপোর্ট্
08.গ) ফোন সাপোর্ট্
08.ঘ) অর্ডার প্রসেসিং
08.ঙ) ইত্যাদি।

09) বিজনেস সার্ভিস
09.ক) অ্যাকাউন্টিং
09.খ) বুককিপিং
09.গ) এইচআর/পেরোল
09.ঘ) ফিনান্সিয়াল সার্ভিস ও প্লানিং
09.ঙ) পেমেন্ট প্রোসেসিং লিগ্যাল
09.চ) প্রজেক্ট ম্যানেজমেন্ট
09.ছ) বিজনেস কনসালটিং রিক্রুটিং
09.জ) স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস
09.ঝ) ইত্যাদি।

1 comment:

  1. “Pro Software Company” is a leading outsourcing company with a highly talented team. We work with clients around the world. We provide Virtual Assistant Services, Website Development, Digital Marketing, Apps Development, SEO, Data Entry services etc.

    Hire Staff for only £2.99 per hour.

    Visit our Website: https://prosoftwarecompany.com/

    ReplyDelete