Sunday, June 29, 2014

আউটসোর্সিং কাজের প্রথমদিকে কেমন আয় হতে পারে?

আপনি যদি আউটসোর্সিং কাজ শুরু করেন, অর্থাৎ আপনি যখন নতুন কর্মী হিসাবে কাজ করবেন তখন আপনার কাজের দক্ষতা কম থাকবে, এটাই স্বভাবিক। যেহেতু অপনার কাজের দক্ষতা কম এবং নতুন এজন্য প্রথমদিকে আপনাকে অবশ্যই কম রেটে কাজ নিতে হবে। আস্তে আস্তে যখন আপনার দক্ষতা, অভিজ্ঞতা, চাহিদা বৃদ্ধিপাবে, আপনিও আপনার কাজের রেট বাড়াতে থাকবেন। প্রথমেই কাজের রেট বেশী উল্লেখ করলে কাজ পা্ওয়ার সম্ভাবনা কম থাকে। যার কারনে এ কাজের প্রতি হতাশার বাসা বাধার সম্ভাবনা বেশী থাকে।

0 comments:

Post a Comment