Sunday, June 29, 2014

আউটসোর্সিং করতে হলে কি কি ধারাবাহিক কাজ করতে হবে ?

প্রতিটি কাজেরই কিছু নিয়ম কনুন এবং পদ্ধতি রয়েছে। আউটসোর্সিং এর কাজ করতে নিম্নক্ত ধারাবাহিক ভাবে কাজ করলে আসাকরা যায় সাফল্য দ্রুত আসবে-
01. নিজের কাজের দক্ষতা প্রদর্শনের জন্য একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরী করতে হবে।
02. এর পর মার্কেট প্লেস গুলোতে দক্ষতার সাথে পরিপূর্ন প্রোফাইল তৈরী করতে হবে। এখানে আপনি যে কাজ ভাল পারেন তার পরিপূর্ন ভাবে উপস্থাপন করতে হবে।
03. এরপর বায়ারদের সাথে যোগাযোগ করে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে হবে। কোন কাজ করতে বুঝার অসুবিধা হলে বায়ারগন তাদের সুবিধার জন্যই আপনার সাথে বায়ার অনলাইনে যোগাযোগ করে কাজ বুঝিয়ে দিবে, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সহায়তা প্রদান করবে।

Related Posts:

0 comments:

Post a Comment