Sunday, June 29, 2014

আউটসোর্সিং এর কাজ কিভাবে হয়ে থাকে?

আউটসোর্সিং এর কাজটি সম্পন্ন হয় কাজ খোজা এবং কর্মী খোজার মধ্যে। আর এই খোজাখুজির কাজটি হয় অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে। পৃথিবীতে অসংখ্যাযেমন কর্মী রয়েছে তেমনী প্রচুরপরিমান বায়ার রয়েছে।প্রতিটি কর্মী এবং বায়ার রয়েছে তাদের নিজেস্ব স্থানে। সকলেরই রয়েছে যোগাযোগে ঠিকানা। বায়ার এবং কর্মী বা ফ্রিল্যান্সারদের মধ্যে বিভিন্নভাবে যোগাযোগ হতে পারে। কারন এখানে যে কোন কাজের জন্য যোগাযোগ করা অত্যান্ত গুরুত্বপূর্ন্ একটি বিষয়। এজন্য, এই যোগাযোগকে সহজ এবং নির্ভরযোগ্য করার জন্য তৈরী হয়েছে অনেক আউসোর্সিং স্পেসাল মার্কেট প্লেস।সাধারনত এই মার্কেটপ্লেসগুলো ওয়াল্ড ওয়াইড বা পৃথিবী জুড়ে বিস্তৃত সুবিধা সম্পন্ন হয়ে থাকে। আউটসোর্সিং মার্কেটপ্লেসের মাধ্যমে একজন বায়ার তার প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ করতে পারেন এবং ফ্রিল্যান্সারগন বিভিন্ন বায়ারদের কাজ পেতে পারেন। মার্কেটপ্লেস গুলোতে যে চাকরী করে তাদেরকে কন্ট্রাকটর বলে এবং যারা কাজ করিয়ে পেমেন্ট করে তাদেরকে বায়ার বা ক্লায়েন্ট বলে। এছাড়া আপনি অন্যকোন ভাবে সরাসরি বায়ারের সাথে যোগাযোগ করতে পারল্ওে আউটসোর্সিং এর কাজ করতে পারবেন। সুতরাং বুঝা যায়যে আউটসোর্সিং এর কাজ করতে হলে আপনাকে যে কোন ভাবেই হোকনা কেন বায়ারের সাথে যোগাযোগ করে, তার নির্দেশনা অনুযায়ী কাজকরে দিতে হবে। তবে আউটসোর্সিং এর কাজ করার জন্য নির্ভরযোগ্য মার্কেটপ্লেসের মাধ্যমেই করা উচিত। কারন এখানথেকে কাজ বেশী পা্ওয়া যায়। পেমেন্টের নিশ্চয়তা পা্ওয়াযায় ইত্যাদি সুবিধা পা্ওয়া যায়।

Related Posts:

0 comments:

Post a Comment